সলিসিটর মহোদয়ের ড্যাশবোর্ড (সিভিল রিভিশন)


প্রত্যাশী সংস্থা- বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট
অনলাইন ট্র্যাকিং নম্বর- SW-Civil-000110
প্রস্তাবের বিষয়বস্তু- বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে চলমান সিভিল রিভিশন নং ১০৬/২০২০ মামলায় সরকার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার নিমিত্ত বিজ্ঞ সলিসিটর কর্তৃক চাহিত প্রয়োজনীয় কাগজাদি প্রেরণ প্রসংগে।
নথির অবস্থাঃ প্রয়োজনীয় কাগজাদি দাখিলের জন্য (Wanting) প্রত্যাশী সংস্থাকে চাহিদাপত্র প্রেরণ

প্রস্তাবের বিষয়বস্তু (বাংলায়)বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে চলমান সিভিল রিভিশন নং ১০৬/২০২০ মামলায় সরকার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার নিমিত্ত বিজ্ঞ সলিসিটর কর্তৃক চাহিত প্রয়োজনীয় কাগজাদি প্রেরণ প্রসংগে।
প্রস্তাব স্মারক নম্বর ও তারিখ(বাংলায়)প্রত্যাশী দপ্তরের স্মারক নং ৩৮.০৩.০০.১০৬.০১২.০০.০০.৯৮/৭৯, তারিখ: ০২.০১.২০২৪খ্রি:
যোগাযোগের ইমেইল (ইংরেজিতে)Email hidden; Javascript is required.
নথি প্রেরণের তারিখ02/01/2024
যে মোকদ্দমার পরিপ্রেক্ষিতে প্রস্তাব প্রেরণ (বাংলায়)বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালত যশোর এর স্বত্ব আপিল মোকদ্দমা নং ২৪/২০১৪ এর রায় -ডিক্রির বিরুদ্ধে সরকার পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে চলমান সিভিল রিভিশন নং ১০৬/২০২০ মামলায় সরকার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার নিমিত্ত বিজ্ঞ সলিসিটর এর স্মারক নং-১০.০০.০০০০.১৩৮.৩৪.২৫৪.২১-৬৯০, তারিখ ০৪.১২.২৩ মোতাবেক চাহিত তথ্যাদি প্রেরণ।।
ফোকাল পার্সনের নাম ও পদবী (বাংলায়)শংকর দেব সুতার, আইন কর্মকর্তা,
ফোকাল পার্সনের মোবাইল/ফোন নম্বর (ইংরেজিতে)০১৭১২৮১০৭১১
সলিসিটর অফিস
নতুন নথি প্রাপ্তিতে উপ-সলিসিটর (দেওয়ানি) বরাবর প্রেরণ তারিখ09/01/2024
নথি প্রাপ্তির তারিখ (সলিসিটর)09/01/2024
সলিসিটর ডায়েরি নম্বর105
সলিসিটর ডায়েরি তারিখ09/01/2024
উপ-সলিসিটর ডায়েরি নম্বর19
নথি প্রাপ্তির তারিখ (উপ-সলিসিটর)16/01/2024
উপ-সলিসিটর ডায়েরি তারিখ16/01/2024
সি. সহ. সচিব-১ বরাবর প্রেরণ তারিখ(উস)16/01/2024
চাহিদাপত্র প্রেরণ তারিখ16/01/2024
উপ-সলিসিটর এর নোট (যদি থাকে)

Dairy date 9/1/24