মামলার ধরন | রিট মামলার রায়/আদেশের বিরুদ্ধে |
---|---|
মূল মামলার নম্বর | 9153 |
প্রস্তাবের বিষয়বস্তু (বাংলায়) | গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মো: আব্দুল ওয়াহাব সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট হতে সহকারী শিকক্ষক হিসেবে বেতন ভাতা প্রপ্ত হন। বর্ণিত শিক্ষক ১.১.২০১৩ তারিখ হতে সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। উক্ত শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি/স্কেল প্রাপ্তির জন্য মহামান্য হািইকোর্টে ৯১৫৩/২০১৬ নম্বর রিট পিটিশন দায়ের করেন। বিজ্ঞ আদালত ১.৮.২০২১৬ তারিখ উক্ত রিট পিটিশনের বিষয়টি ৩০ দিনের মধ্যে dispose of আদেশের প্রেক্ষিতে ইউনিটের স্মারক নং 38.271.001.01.03.057.2016-139 তারিখ: 07.11.2016 মোতাবেক সংশ্লিষ্ট বিষয়টি নিস্পত্তি করা হয়। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৪.007.012.00.00.006.2016-250, তারিখ: 14.06.2017 মোতাবেক রিটকারী শিক্ষকগণকে “অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩” এর ২(গ) ধারা অনুযায়ী চাকুরিকাল গণনা করে সম্মিলিত মেধা তালিকায় অর্ন্তভূক্ত পূর্বক তাদের পদোন্নতির বিষয়টি বিবেচনা করা যেতে পারে মর্মে জানিয়ে দেয়া হয়। তদুপরি, রিট পিটিশনকারীগণের ৯ জনের মধ্যে ১ জন বিজ্ঞ আদালতে কনটেম্পট পিটিশন নং ২৫৬/২০১৯ দায়ের করেন। |
প্রস্তাব স্মারক নম্বর ও তারিখ(বাংলায়) | ৩৮.২৭১.০০১.০১.০৩.০৫৭.২০১৬/১১১, তারিখ: ১৯ মে, ২০২৪খ্রি: |
যোগাযোগের ইমেইল (ইংরেজিতে) | Email hidden; Javascript is required. |
প্রস্তাব প্রেরণের তারিখ | 21/05/2024 |
ফোকাল পার্সনের নাম ও পদবী (বাংলায়) | মো: কামাল হোসেন |
ফোকাল পার্সনের মোবাইল নং (ইংরেজি) | 01712819994 |
নথি প্রাপ্তির তারিখ (সলিসিটর) | 26/06/2024 |
ডায়েরি নং | 5315 |
ডায়েরি তারিখ | 26/06/2024 |
সলিসিটর দপ্তর থেকে প্রাপ্তির তারিখ | 26/06/2024 |
সিনিয়র সহকারী সচিব (রিট-১) বরাবর প্রেরণ | 26/06/2024 |
উপসলিসিটর ডায়েরি নং | 285 |
উপসলিসিটর ডায়েরি তারিখ | 26/06/2024 |
অনুমোদিত নোটসহ শাখায় প্রেরণ | 01/07/2024 |
উপ-সলিসিটর (রিট-১) এর ড্যাশবোর্ড (লিভ-টু-আপিল)
প্রত্যাশী সংস্থা- বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট
অনলাইন ট্র্যাকিং নম্বর- SW-LTA-000132
প্রস্তাবের বিষয়বস্তু- গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মো: আব্দুল ওয়াহাব সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট হতে সহকারী শিকক্ষক হিসেবে বেতন ভাতা প্রপ্ত হন। বর্ণিত শিক্ষক ১.১.২০১৩ তারিখ হতে সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। উক্ত শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি/স্কেল প্রাপ্তির জন্য মহামান্য হািইকোর্টে ৯১৫৩/২০১৬ নম্বর রিট পিটিশন দায়ের করেন। বিজ্ঞ আদালত ১.৮.২০২১৬ তারিখ উক্ত রিট পিটিশনের বিষয়টি ৩০ দিনের মধ্যে dispose of আদেশের প্রেক্ষিতে ইউনিটের স্মারক নং 38.271.001.01.03.057.2016-139 তারিখ: 07.11.2016 মোতাবেক সংশ্লিষ্ট বিষয়টি নিস্পত্তি করা হয়। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৪.007.012.00.00.006.2016-250, তারিখ: 14.06.2017 মোতাবেক রিটকারী শিক্ষকগণকে “অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩” এর ২(গ) ধারা অনুযায়ী চাকুরিকাল গণনা করে সম্মিলিত মেধা তালিকায় অর্ন্তভূক্ত পূর্বক তাদের পদোন্নতির বিষয়টি বিবেচনা করা যেতে পারে মর্মে জানিয়ে দেয়া হয়। তদুপরি, রিট পিটিশনকারীগণের ৯ জনের মধ্যে ১ জন বিজ্ঞ আদালতে কনটেম্পট পিটিশন নং ২৫৬/২০১৯ দায়ের করেন।
নথির অবস্থা- লিভ-টু-আপিলের পরবর্তী পদক্ষেপের জন্য এডভোকেট-অন-রেকর্ড (AOR) বরাবর নথি প্রেরণ
ড্যাশবোর্ডে ফিরে যান