আমাদের প্রতিষ্ঠান আধা-সরকারি/স্বায়ত্বশাসিত/সরকারি মালিকানাধীন কোম্পানি, আমি কি আমাদের প্রতিষ্ঠানের মামলা এখানে ট্র্যাক করতে পারবো?
আপনার প্রতিষ্ঠানের বাংলাদেশ সুপ্রীমকোর্টের (হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ) মামলাসমূহ যদি আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের মাধ্যমে পরিচালনা করে থাকেন, তাহলে এ ট্র্যাকিং সিস্টেমে অন্তর্ভূক্ত হতে পারবেন।
জেলা জজ আদালতে চলমান সরকারি মামলা এ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ট্র্যাক করতে পারবো কি না?
বর্তমানে বাংলাদেশ সুপ্রীমকোর্টে (হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ) মামলাসমূহই কেবল এ সিস্টেমে অন্তর্ভূক্ত আছে। তবে শিগগিরিই জেলা জজ আদালতের সরকারি মামলাসমূহও এ সিস্টেমে অন্তর্ভূক্ত করা হবে।
ট্র্যাকিং সিস্টেম ব্যাবহার করতে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে কি না ?
আবশ্যই। আপনার দপ্তরের জন্য একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। এক্ষেত্রে আপনি একটি ইউজার আইডি ও একটি পাসওয়ার্ড পাবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ। এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা জেনে নিন এই লিংকে প্রবেশ করে।
প্রতিটি মামলার জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে কি না?
না। একবার রেজিস্ট্রেশন করলেই ওই ইউজার আইডি/পাসওয়ার্ড দিয়ে আপনার দপ্তরের সকল মামলা অন্তর্ভূক্ত করতে পারবেন।
আমি রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও একাউন্ট এ্যাক্টিভেট হওয়া সংক্রান্ত কোন মেইল/নোটিফিকেশন পাইনি?
আপনার ইমেইলের স্প্যাম ফোল্ডার চেক করুন। সেখানে কোন মেইল না আসলে আপনার দেয়া ইউজার আইড/পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখুন। যদি একাউন্ট এ্যাক্টিভেট না হয়। তাহলে তাৎক্ষনিক এই লিংকে প্রবেশ করে প্রদত্ত ফরমে বিস্তারিত উল্লেখ করে জানান।
আমাকে কি মামলার কোন ডকুমেন্ট স্ক্যান করে এখানে আপলোড করতে হবে?
না। আপনার মামলা সম্পর্কিত নথি প্রেরণকালে এই সিস্টেমের মাধ্যমে এন্ট্রি দিলে আপনাকে একটি ইউনিক এন্ট্রি নম্বর দেয়া হবে। এই এন্ট্রি নম্বর উল্লেখ করে অথবা এন্ট্রি নম্বরের পৃষ্ঠাটি প্রিন্ট দিয়ে নথি/প্রস্তাবের সঙ্গে যুক্ত করে কেস-নথি পত্র ডাক/কুরিয়ার/বাহক মাধ্যম/সরাসরি আইন ও বিচার বিভাগে/সলিসিটর অনুবিভাগে প্রেরণ করুন। পরবর্তীতে আপনার ড্যাশ বোর্ডে ঢুকে ওই এন্ট্রি নম্বর দিয়ে সার্চ দিয়ে আপনার কেস-নথির/মামলার সর্বশেষ অবস্থা চেক করুন।
এই সিস্টেমের মাধ্যমে কোন পত্র কিংবা অন্যকোন ডকুমেন্ট প্রেরণের সুযোগ নাই।
এই সিস্টেমের উদ্দেশ্য হলো, আপনি মামলার জন্য যে প্রস্তাব পত্র/ডকুমেন্ট (Physical Document) সলিসিটর অনুবিভাগে প্রেরণ করবেন; তার বর্তমান অবস্থান সম্পর্কে জ্ঞাত হওয়া।