প্রথমে আপনাকে https://soltrack.gov.bd লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগইন করলে মেনু বার প্রদর্শিত হবে। এখানে “এন্ট্রি ফরমসমূহ” মেনুতে ক্লিক করলে ড্রপডাউন মেনুতে অনেকগুলো ফরম প্রদর্শিত হবে।
এখানে বর্তমানে ৫ ধরনের ফরম রয়েছে। আসুন এই ফরমগুলোর সঙ্গে পরিচিত হই।
১. এন্ট্রি ফরম (সিভিল রিভিশন) = আপনি যদি জেলা জজ আদালতে নিষ্পত্তিকৃত কোন দেওয়ানি মামলার রায়/আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন/আপিল দায়ের করার জন্য আইন ও বিচার বিভাগে/সলিসিটর অনুবিভাগে কোন প্রস্তাব প্রেরণ করতে চান তাহলে এই ফরমটি পূরণ করতে হবে।
২. এন্ট্রি ফরম, লিভ-টু-আপিল (দেওয়ানি) = আপনি যদি হাইকোর্ট বিভাগের কোন সিভিল/দেওয়ানি রিভিশন মোকদ্দমার রায়/আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ-টু-আপিল দায়ের করতে চান তাহলে এই ফরমটি পূরণ করতে হবে।
৩. এন্ট্রি ফরম (রিট-প্রতিদ্বন্দ্বিতা) = আপনি যদি কোন রিট মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে এই ফরমটি পূরণ করতে হবে।
৪. এন্ট্রি ফরম (রিট-মতামত) = আপনি যদি কোন চলমান রিট মামলার বিষয়ে মতামত নিতে চান তাহলে এই ফরমটি পূরণ করতে হবে।
৫. এন্ট্রি ফরম, লিভ-টু-আপিল (রিট) = আপনি যদি কোন নিষ্পত্তিকৃত রিট মামলার রায়/আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ-টু-আপিল দায়ের করতে চান তাহলে এই ফরমটি পূরণ করতে হবে।
এই সিস্টেমের মাধ্যমে কোন পত্র কিংবা অন্যকোন ডকুমেন্ট প্রেরণের সুযোগ নাই।
এই সিস্টেমের উদ্দেশ্য হলো, আপনি মামলার জন্য যে প্রস্তাব পত্র/ডকুমেন্ট (Physical Document) সলিসিটর অনুবিভাগে প্রেরণ করবেন; তার বর্তমান অবস্থান সম্পর্কে জ্ঞাত হওয়া।