কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে


প্রথমে https://soltrack.gov.bd লিংকে প্রবেশ করে রেজিস্টার লিংকে ক্লিক করুন

এরপর রেজিস্টার ফরম ওপেন হবে।

১। এখানে আপনার মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর সিলেক্ট করুন।

২। এখানে ইংরেজিতে ইউজার নাম লিখুন। ইউজার নাম ইউনিক হতে হবে।  ইউজার নাম এ কোন স্পেস বা বিশেষ প্রতীক যেমন @,#$% ব্যবহার করা যাবে না|

৩। একটি সচল ইমেইল একাউন্ট দিন।

৪। নিয়মিত যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বর দিন।

৫। পাসওয়ার্ড দিন এবং পুনরায় দিন।

অতঃপর “প্রেরণ করুন” বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

এরপর এরকম একটি উইন্ডো আসবে যেখানে আপনার তথ্যগুলো পুনরায় দেখতে পাবেন ।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গেই লগ-ইন করতে পারবেন না। এটা একটা নিরাপত্তা ফিচার। আপনার রেজিস্ট্রেশনে দেয়া তথ্য প্রাথমিকভাবে যাচাই করা হবে। তাই আপনার আইডি ভেরিফিকেশনের জন্য অপেক্ষমান থাকবে। তবে অনধিক ২ ঘন্টার মধ্যে আপনার আইডি ভেরিফািই করে দেয়া হবে।

অন্যথায় আপনি লগইন করতে পারবেন না। ভেরিফাইড না হয়ে লগইন করলে নিচের ছবির মতো লগইন ফরম এ  Error নোটিফিকেশন  প্রদর্শিত হবে।